লৌহ যুগে পড়িয়া আপন মন
ইন্দ্রিয় শোক করিয়া ভক্ষণ,
ভুলিয়া নিজ নিজের কর্ম
বৃথা জগতকে ভাবিয়া স্বর্ণ ।
ক্ষণিকের মায়ার হইয়া দাস
আমিষ আহার করিয়া আশ,
সত্য-মিথ্যা কিছুই নাহি বুঝি
সংসারেতে নাহি আর রুচি ।
চারিদিকে পাপে গেছে ভরি
বিলীন হইয়াছে জ্ঞানের তরী,
হে প্রভু পবিত্র করো দহে
সংসার ঘিরি ধরে মোহে।