মানুষের ভালো দেখতে পায় না,
গো আজ সমাজ বাসী ৷
অন্যের ঘরে তাকাজাকি
শুনে কম ভুল টা রটায় বেশি,
কাজ আজ সমাজ বাসীর ৷
মানুষের দুঃখে খুব খুশি,
মানুষের খুশিতে খুব দুঃখী,
কাজ আজ সমাজ বাসীর৷
স্বামী-স্ত্রী ঝগড়া করলে
রঙ্গ দেখে দূরে দাঁড়িয়ে,
স্বামী-স্ত্রী ভালোবাসলে
কু-কথা বলে পেছনে গিয়ে ৷
বাঃ বাঃ বেশি বেশি ভাব,
একথা বলে ওদের কী লাভ ৷
সামনে তোমার খুব ভালো,
কিন্তু এদের মন কালো,
তোমার আগে খুব প্রশংসা,
পেছনে এরা করে হিংসা ৷
ইচ্ছে নতুন সমাজ গড়তে,
আমাদের সু সমাজের স্বার্থে
সবাই মিলে করি যোগদান,
পড়বে সমাজের জয়গান ।