কি বলি তাহার রূপ
অতি মনোহর,
রূপ দেখি ভুলি কেবা
আপন কেবা পর ।

পুষ্প আর তুলসীর
সিঙ্গারেতে রঞ্জিত,
হস্তকে তাহার মাখন
দেখি লালায়িত ।

পীতাম্বর পোশাক তার
ময়ূর পঙ্খী ধারী,
জগৎ সুন্দর তোমায়
দেখিতে লাগছে ভারী।

মস্তকের তিলক ক্ষ্যানিতে
হৃদয় মোর পাগল,
চোখের চাইনি দেখিয়া
হয়াছি গো মাদল ।

মায়ায় মোহিত করে
নামেতে ই মোহন,
যশোদার নয় সে
যে আমার নন্দন ।

এমন ভাবে তাকি থাকে
যেন কিছুটি জানেনা,
মায়ার মুখ দেখি মন
ভরে না ভরে না।