নারী তুই আঁধার থেকে বেরিয়ে, দেখএকটু আলো ৷
তুই পারবি মুছতে,সমাজের মনের নোংরা কালো ৷

তোর স্বপ্নগুলো অনন্ত কাল থেকে,বন্দি কেন ?
উড়িতে দে দূর আকাশে,স্বপ্ন তো উড়ন্ত ৷

ডানা মেলে উড়েযা তুই, ঝড়ের গতিতে দূর নীল আকাশে ৷
সংসারের মাঝে তোর অবদান,লেখা শেষ হয় না খাতাতে!

সাজাতে-সাজাতে সংসার, স্বপ্নতোর হারিয়ে গেছে
আমাবস্যার আঁধারে ৷
নিজের প্রতিভা খোজনা রে তুই!প্রকাশ কর আলোতে ৷

তুচ্ছ নয় তুই সংসার মাঝে,জানিয়ে দে জগতের
মানুষকে ৷
আর কতদিন থাকবি রে তুই! আঁধার ঘরেতে ৷

বেড়িয়ে এসে দেখ না চেয়ে,এক মুঠো রোদ্দুর ঝিকিমিকি আলো,মেখে নে এবার গায়েতে ৷

সাত রঙের রামধনু-আঁকা,সভ্য সভাতলে ৷
রঙিন প্রজাপতির মতো,এক মুঠো রোদ্দুর দেখে মেতে ওঠ রোদ্দুরতে ৷

সংসার পরিবার সব সময়,আছে তোর কাছেতে ৷
তার মাঝেই খুঁজে নে তুই,  নারী একটু নিজেকে ৷

হাজার প্রতিভা আছে নারী তোর কাছে ৷
দেখ একটু ভালো করে, নিজের মাঝে ৷

মাতৃগর্ভের সেই আঁধার, এখনো যায়নি তোর জীবন থেকে ৷
বেরিয়ে দেখ একমুঠো রোদ্দু, হাত বাড়িয়ে ডাকছে তোকে ৷