অনেকদিন পর রং তুলি হাতে, আঁকতে বসেছি সবাই বলছে তিরিশ বছর পর এই বৃদ্ধ বয়সে তুলি ধরা মানে আমার দ্বারা সোজা রেখা ও বাঁকা হবে,আর আমি আঁকতে চলেছি তোমাকে, সবাই বলছে  তিরিশ বছর যাকে দেখিনি তাকে আঁকা ত এই মুহূর্তে অসম্ভব, জানো অপর্না সবাই বড্ড বোকা, তুমি ছাড়া কেউই জানে না আমি তিরিশ বছর ধরেই তোমাকে দেখছি তোমার সুগন্ধ মাখছি, তোমার সাথে কতো সুখ দুঃখের কথাও বলছি। আসলে পার্থক্যটা দৃষ্টির সবাই দেখে তোমায় কবরে, আর আমি দেখি আমার হৃদয়ে।