কলি যুগে কি তোমার দয়া
নেই যে লোকের কোন মায়া,
গেছে মানব সব ভুলে ।
আমরা সবাই ভাই ভাই
পৃথিবী মোদের ঠাই,
বিবেক গেল কোন কূলে ।
মোরা প্রভুর হাতে গড়া
প্রভুর হাতেই বাঁচা মারা,
দেখো চন্দ্র সূর্য তারা এক।
কইছে গীতা কুরাণ বাইবেলে
পৃথক নয় একই কথা যে,
দেখো রক্তের রং মোদের এক।
জাত-পাত ধর্ম নিয়ে
নিজ বড় হতে গিয়ে,
ভুলছো মানবতার মান।
সময় আছে নিজে চেনো
পৃথক নয় মোরা জানো,
গেয়না ধর্মের জয় গান।