-ঈশ্বর আমায় জন্ম দিলে নারী
আমিতো পুরুষ হতে চেয়েছিলাম,
কেন দিলে নারী
জানো না নারী যুগে-যুগে লাঞ্ছিত অপয়া!
- তুই নারী আর নারী যুগে-যুগে মহামায়া ।
- না না নারী অলক্ষী , নারী জন্ম নিলে বংশ সমাপ্তি!
- নারী লক্ষী, নারীর দ্বারা নতুন জীবন প্রাপ্তি।
- আমি নারী আমায় নিয়ে কু-কথা বলে সমাজ,
- তুই নারী তুই যে অন্নপূর্ণা রাঁধিশ আনাজ।
- আমি নারী আমি বিক্রি সামান্য কিছু টাকায় বাজারে,
- তারা মানুষ রূপে অসুর অস্ত্র ধরিস মস্তিষ্ক খন্ড করিস ঐ বাজারে ।
- আমি নারী আমি দুর্বল আমি মনোরঞ্জনের প্রতীক,
- তুই নারী শুম্ভ নিশুম্ভ হারিনি তুই শক্তির প্রতীক ।
- তারা দেবী আর আমি মনুষ্য সামান্য নারী!
- তুই মাতৃ দেবীর রূপ তুই নারী,
নারী মাত্রই মা এক অক্ষরে পৃথিবীর
শ্রেষ্ঠ নাম, মাতৃর কোমল চরণে দর্শন সমস্ত তীর্থ স্থান ।
- আমি নারী নারীর উপর সমাজ করে অত্যাচার, সুখ বিলাসিতার মাঝে অবহেলা অনেক ধিক্কার।
- তুই কৈলাস বাসী শিবের ঘরনী,
কাশিতে অন্নপূর্ণা শ্যাম সুহাসিনী।
- আমি নারী অবহেলা পাষাণ বুকে চাপা,
মানুষ চিনতে গিয়ে দেখি
মুখোশে মুখ ঢাকা।
- তুই নারী সীতা,পাঞ্চালি
তোর অভিশাপে রাজার বংশ খালি ।
- আমি বুদ্ধিহীন সংসারের বোঝা,
- দশ অস্ত্র দশ হাতে ধরে হয়ে ওঠ দশভূজা ।