দুনিয়াটা মিথ্যেবাদী মানুষে ভরা
সকলে মুখোশে মুখ ঢাকা,
দুনিয়ার মতে চলিতে গেলে
পথ খুঁজিতে হয়,আঁকাবাঁকা।
দুনিয়াটার মানুষের ভিতরি অসুর
বাহিরে দেবতার মুখোশ আঁকা ।
এই দুনিয়ায় সরল সহজ
মানুষের নাহি একটুও দাম,
সৎ পথে থাকিলে করিবে
তুমি রক্ত অগ্নি স্নান!
মানুষ চিনিতে করোনা ভুল
বিশ্বাস করিবার আগে সাবধান।
অতি ভক্তি চোরের লক্ষণ
গুণী জ্ঞানী মানুষের বাণী,
বিশ্বাস করিবার আগে করো
স্মরণ,জ্ঞানীদের কথা খানি,
সুখী হতে হইলে রাজা,
হাও,নিজই নিজের রানী।