এই প্রাণী মানুষের মুখোশ পরে
থাকে সমাজের মাঝে,
সত্যি কথায় মানুষ নয় এরা,
তবু মানুষের মতই সাজে ।
সর্বদা মিষ্টি কথা জ্ঞানী- গুনী
কথা শোনা যায় এদের মুখে,
মনে এদের তীব্র লালসা
অত্যাধিক সাহস এদের বুকে।
হাজার নাটকের অভিনেতা
পরাজিত এদের নাটকের কাছে,
ভদ্র লোকের মুখোশ পরে,
অধিক সাধু রূপে সাজে।
মায়াবি অসুর এরা মায়ার
ছলনা অনেক ভালো জানে।
মায়া তাদের সর্ব প্রথম অস্ত্র তারা
মায়াবি অসুরকে অনেক মানে।
কখনো এরা প্রেমিক,প্রেমিকা
কখনো বন্ধুত্ব কখনো বা
আত্নীয় -স্বজনের রূপে সাজে।
সহজ-সরল মানুষকে অতি শীগ্রই
মায়ার ছলনায় মায়ার জালে বাঁধে!
ধীরে-ধীরে মায়াবি অসুর,
এমন সর্বনাশ করে!
আর কি কেউ সর্বনাশের হাত
থেকে বাঁচতে পারে?
কখনোবা মায়াবি অসুর সাত
পুরুষের ধন, কখনোবা নারীর
সম্মান লুটে-পুটে অদৃশ্য হয়ে
যায় অজানা দেশে।
মাটির মানুষ মাথায় দিয়ে
হাত,নিজের ভাগ্যকে দোষে,
দিনরাত অশ্রু জলে,
সমাজের নানান কথা শুনে,
থাকে মাটির সঙ্গে মিশে!
তাই বলি বাপু অতি সহজে
কাউকে করোনা বিশ্বাস ভাই,
খবরের কাগজে এমন ঠক
প্রতারকের বার্তা
আমরা প্রতিদিনই গো পাই।