মাঝ দরিয়ার পথিক রে তুই
মাঝি যাবি কোনখানে
নিজের পরিচয়ে?

তোর মন আপন কারে মানে?
ঘুইরা ফিইরা একই জায়গায় আইসিস
বারে-বারে,
মাঝি তুই যাবি কোনখানে?

এই নদী এই বৈঠা এই নাও
বড়োই যে আপন তোর একথা
সকলে জানে।
মাঝি তুই যাবি কোন খানে‌‌?

ঘর সংসার তোর সবই আছে তবু
কেউ নাই!
সকাল-বিকাল শুধু ক্ষণিকের সাথে
তোর দিন কেটে যায়।

কত ঝর কত শত বার, নাও রে
তোর নিলো যে ভাসাইয়া!
তবু তুই নাও বান্ধি পথিকের দিকে
থাকিস যে তাকাইয়া।

এত ধৈর্য এত সহ্য রে তোর মাঝি
পাইলি কোনখানে,
নাও ছাই রে তুই যাস না কেন
অন্য কোনখানে,

কত ধৈর্য কত সহ্য রে তোর মাঝি,
তোর মতো যদি হইতাম আমি।
দুঃখ-কষ্ট যে বন্ধু হয়ে রোহিত আমার
কাছে,
তোর মতো হতে চাই আমি রে মাঝি,
তোর মতো বেচে থাকতে জীবন
রাখবো বাজি।
তুই মাঝ দরিয়ার মাঝি
রে তুই মাঝ দরিয়ার মাঝি ।