মা জানিস আমার আকাশছোঁয়া আশা
এই আশা, সেই আশা নয় রে মা ।
তোর কালো কোমল চরণ
দুটিতে মাথা রেখে যদি থাকতে
পারি,,,,
সেটাই আমার আকাশ ছোঁয়া।
মা তোর গলার এই মুণ্ডমালা
তোকে ভারি মানায়,
দিবি এই মুণ্ডমালা খানি
একটি বার আমার গলায়।
তোর কালো গোছা চুল মেললী
কেন এমন করে?
আয় আমি বেঁধে দি
এসে চুপঠি করে।
তোর হাতের ঐ খরগো
দিবি আমার হাতে,
দুষ্টদের বিনাশ করব দেখবো
তুই বসে-বসে।
কেন ধরেছিস তুই এত অস্ত্র হাতে,
জিব খানা বের করতে নেই
মন্দ বলেবে লোকে।
অগ্নি জ্বালা জ্বলছে কেন
তোর চোখে?
খুব কষ্ট হয় না রে তোর
পৃথিবীর বিনাশ ঘটছে দেখে,
আয় তোকে একটু আদর করে
দি মা আয় আমার বুকে,
আয় রে মা আমার বুকে ।