কথা কহিবার আগে সাবধান
কথাতেই হয় বহু ব্যবধান
কথার দ্বারায় হয় বীর
কথায় তুচ্ছ হয় শির
কথাতে কথা বাড়ে
কথাতেই কথা মরে
কথাতেই অন্তর মিল
কথাতেই মারে কিল
কথাতেই হয় রাজা
কথাতেই পায় সাজা
কথাতেই ভগবান প্রাপ্তি
কথাতে শত ভুল ভাঙ্গতি
কোথর দ্ধারা হয় ভক্তি
কোথাই মনের শক্তি
কথাতেই বয় কত অশ্রু
কথার দ্বারা বাড়ে শত্রু
কথা দিয়েই বাজে গান
কথাতেই ভরে প্রাণ
কথার দ্বারা হয় মিত্র
কথাতেই অংকন চিত্র
কথাতে হয় বহু পরিচয়
কথাতেই অনন্ত মন জয়
কথায় আবার বাড়ায় ভয়
কথাতেই থেকে কিছু অভিনয়
কথাতে থাকে কিছু নীরবতা
কখনো নীরবতাই মনের কথা ।