---কি রান্না করো চাই,এমন রান্না কি
খাওয়া যায়?
---না লাগলে ভালো,গিয়ে রান্না
করো?
---কোন পাপে যে ধরেছিল আমায়,
যখন করেছিলাম তোমায়
পছন্দ।
---আমার বাবা এত যৌতুক দেবে শুনে,
তোমার কী যে ছিল আনন্দ।
---তোমাকে বিয়ে করা,আমার
  জীবনের ছিল,সব থেকে বড়
অপরাধ!
----বাঃ বাঃ বাঃ,,,তোমার নামে
শাঁখা-সিঁদুর পরে,আমার হয়েছে
যেনো স্বর্গলাভ।
---মধুমিতা কে বিয়ে করলে,হতাম
বড় সুখি।
---তোমাকেও বিয়ে করে,আমি
কপাল টুকি।
----বেশি কথা বোলোনা গিন্নি,মেরে
দেবো মার।
----ওদিকে তাকিয়ে দেখো
কুস্তিতে,কতটা মেডেল ছিল
আমার।
----হায়রে কেমন দোষী বউ, জুটলো
আমার কপালে,মনে হয় মরে যাই
আমি এখন অকালে।
----সারাদিন ঘরের কাজ করি
ছেলে-মেয়ে কত জ্বালায়, উনিতো
অফিসে বসে-বসে শুধু কলম নাচায়।
আর বিড়ির ধোঁয়া উড়ায়,বাড়িতে
এসে আবার আমায় কত কথা
শোনায়।
এবার পাবে উনি সাজা,
সংসারের কাজ করে লাগে কেমন
মজা।
কালই ছেলে মেয়ে দুটোকে
রেখে,চলেব আমি বাপের বাড়ি।
----চুপ করো গিন্নি,মশকরা
করছিলাম আমি,এখনতো
তোমার পায়ে পরি।