ও শহরের বাবু,
দেখনা একবার বাবু!
চাইনা তোর ধন,
তোরা শহরের লোকজন ।
মোরা জানিস নীবনুয়ার দল,
তোর শহরে মোদের নিয়ে চল।
মোরা কাজ করেতে চাই,
কিন্তু কাজ বল কোথায় পাই ।
চাইনা তোর দয়া!
চাইনা তোর মায়া ।
চাই শুধু কাজ
একটু কিছু কাজ !
আছে মোর ক্ষমতা
মনে আছে সততা ।
দরিদ্র আমি বটে
মানুষওতো তবে ।
মোর পরিবার আছে,
দয়া চাইনা তোর কাছে ।
চাই একটু কিছু কাজ,
শুধু কাজ কাজ আর কাজ ।।