মানুষ কে কষ্ট দেয় নিজের অজ্ঞানতা,
ভগবানকে দোষারোপ করি অযথা!
মায়ায় ঘিরে বুঝিনা আসল সত্যটা!
নিজের কর্মফল নিজে বহন করি,
তবু সর্বদা অন্যকে দোষারোপ করি,
অন্তিম কালে সত্যটা বুঝতে পারি!
যখন করার থাকে না আর কিছু !
বারে বারে থাকাই অতীতের পিছু !
ভাবি যদি আবারও হতাম শিশু ?
এভাবে কত না কত শত বছর গেলো
এ জনমে ভগবান একটু চোখ মেলো
বুঝাও তুমি ছাড়া সর্বোচ্চ কিছুই ধূলো।