মন চাই
বারে বারে
ছুটে যাই
তার দ্বারে,
বন্ধ দ্বার
খানি ভেঙ্গে
চলে যাই
তার সঙ্গে,
জানি আমি
সোজা নয়
সেই পথ
বোঝা বয়,
তবু করি
কিছু চেষ্টা
যদি পারি
যেতে আমি,
জানা নেই
কিছু পথ
চারি দিকে
বালুচর।