কাগজের ডিগ্রী অসংখ্য আছে
হয়তো তোমার কাছে,
অশিক্ষিত আমি নই কোনো
জ্ঞান আমার মাঝে।
ইংরেজি বল চট্ট চট্ট
তোমার ওই মুখে,
আমি বলি গ্রাম্য ভাষা
গ্রাম্যই আমার বুকে।
তুমি লেখো ইংরাজি সাক্ষর
কোন অফিসের কাজে,
আমি দেই আঙ্গুল ছাপা
সেটাই আমার সাজে ।
তুমি পড়ো বিদেশি পোশাক
কোন অনুষ্ঠান বাড়িতে,
আমি ঘোমটা মাথায় রাঁধি
কড়াই বা হাঁড়িতে ।
আমি তো কারোরে করিনা
কখনো কোন বদমান,
তুমি শিক্ষিতা তবু কেন
করো লোকের অপনাম ।
তোমার যা লাগে ভালো
সেটাই তুমি করো,
লোকের বিষয়ে আলোচনা
একটু বন্ধ করো ।
যার যেটা ভালো লাগে
সেটাই করতে দাও,
ভুল কিছু করলে বাপু
একটু শুধরে নেও ।
কেন কিছু লোকের জন্য
সমাজ হয় মন্দ,
একটু শুধরে নাও নিজেকে
সমাজ হবে ধন্য ।