তুমি যদি হতে চাও পাখি,
আমি তোমায় খাঁচায় কিভাবে
বলো বেঁধে রাখি?
তাই আমাদের দূরত্বটা
অনেক জরুরী।
তোমার আশা আকাঙ্ক্ষা গুলো
যদি দ্রুত আকাশে ওরা মারে,
যাকনা আমার মনের আশাগুলো
ধুলোয় মিশে,তবু থাকবো চুপ করে।
তোমার ভবিষ্যৎ রঙিন করতে গিয়ে,
যে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন
দেখেছিলাম আমরা দুজনে,
সেগুলো যাচ্ছে যে,
কোন জোয়ার-ভাটায় মিশে,
সেগুলো কি পড়ে না তোমার চোখে।
তোমার ভবিষ্যতে রঙিন হোক
এটাই প্রার্থনা করি,
আমি তোমার এগিয়ে যাওয়ার
পথে বাঁধা হতে চাই না,,,
তাই আমাদের দূরত্বটা অনেক জরুরী।
নতুন জায়গা নতুন মানুষ
কত রং তোমার চোখে,
সেই রঙিন চোখে দেখতে
পাবে কি আমাকে।
কখনো যদি সব রঙ হারিয়ে
যায় তোমার জীবন থেকে,
কোন কথা না ভেবে চলে
এসো আমার কাছে,
তখনও আমি আপন করবো
তোমাকে এ কথাটা তোমাকে
জানানো খুবই জরুরী।
কিন্তু কি করবো বলো
তুমি এতই ব্যস্ত আমার কথা
শোনার সময় আছে কি?তোমার কাছে।
অবহেলার মাঝে আর নিজেকে
পারছিনা সহ্য করতে,
তাই আমাদের দূরত্বটা জরুরী।
তাই আমাদের দূরত্বটা জরুরী ।।