গোলাঘাট,
২০.১২.২০২০
প্রিয়, অপর্না
অনেক দিন ধরে তোমাকে কিছু বলার ছিল, হয়নি সেটা বলা! আমি শুনেছি কেউ তোমার প্রশংসা করলে তুমি রাগ হও,আমি আজ তোমার সেই রাগের পাত্র হতে চাই,কেউ তোমার সৌন্দর্যের বর্ণনা দিলেও তুমি নাকি রাগ হও? আমি আছ তোমার সেই রাগের পাত্র হতে চাই । আমার বিশ্বাস তোমার রাগ সহ্য করার মতো ধৈর্য টুকু আমার আছে । তুমি জানোতো তুমি সুন্দর অনেক-অনেক, সুন্দর শুধু তোমার রূপ নয় মনটাও অনেক সুন্দর । মাঝে সময় যখন তোমাকে দেখি,বৃদ্ধ লোকের সাথে গল্প করতে। আবার যখন দেখি তোমায় ছোটো-ছটো শিশুদের সাথে খেলা করতে তখন তোমাকে দেখে আমার অনেক ভালো লাগতো। তোমার গুরুজনের কে করা শ্রদ্ধা দেখে, তোমার প্রতি আমার মন আকর্ষণ,তোমাকে যে কথাটা অনেকদিন ধরে জানানোর ছিল কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না তাই আজ আধুনিক যুগে চিঠিতে জানালাম, না-না অপর্না কিছু বলতে হবে না তোমার । আর উত্তরের অপেক্ষা করছিও না আমি শুধু তোমায় মনের কথাটা জানালাম শুধু তোমায় মনের কথাটা জানালাম ।।
ইতি
সুকান্ত দাস;