চেতনা ফিরাই দাও মোরে শ্রী চৈতন্য প্রভু,
বুঝিতে পারি যেন,তুমি ব্রজের শ্যাম ও
তুমিই রঘু ।

জ্ঞান দাও মোরে,হে রাধার ও শ্যাম,
করিতে পারি যেন শ্যামের ও ধ্যান ।

করুনা করো মোরে,হরি প্রিয় রাধা!
কৃষ্ণ প্রেমে নাহি আসে যেনো,কোনো বাঁধা!

দাও মোরে ভোরাইয়ে,কৃষ্ণ প্রেমও দিয়া ।
বিধাতার সনে হয় পরিচয়,যেনো পরোকালে গিয়া।

কৃপা করো মোরে,শ্রী রাধা রানী।
স্মরণ করাইয়ে দাও,গীতারও বাণী।

প্রার্থনা করি তুচ্ছ আমি,তব চরণো ধরিয়া।
দাও মোরে মনে কৃষ্ণ প্রেমের সাগরো ভাসাইয়া।

দাও-দাও মোরে হরি তব চরণো ধূলি।
তব ছাড়া সংসারে,দেখি যেনো শুধু চোরাবালি!