" অ বাবা গোঁ মরে গেলাম গো বাবা গোঁ" হঠাৎ  এই শব্দ শুনতে পেয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে গিয়ে, জানলার পাশে দেখি একটা খুবই পুরনো ভাঙ্গা মই যার নিচে অভিকের দাদু, বাসোর ঘরে উঁকি মারতে গিয়ে শেষে নিজের কোমরটাকে বিসর্জন দিলেন,,,