দিন যাচ্ছে হাবু বাবু হচ্ছেন টাক,
কিনেছে অনেক আধুনিক প্রোডাক্ট।
হাবু বাবু খায় দশ থাল,বেড়েছে ভুরি।
দেখে মনে হয় যেন ভাতের হাঁড়ি।
কিনেছেন আধুনিক জ্যাকপট,
রোগা হবেন এবার ঝটপট।
দিন দিন বাড়ছে রোদের আলো,
হাবু বাবু হচ্ছেন অনেক কালো।
এনেছে বহু আধুনিক প্রোডাক্ট,
এইবার হবেন তিনি ফর্সার ও বাপ।
মনে নিয়ে বড় আশা,
রোজ করলেন প্রোডাক্ট মাখা।
অবশেষে এলো ফল,
মুখে হলো বর্শাল।
ভালো করে দেখে
চুল এক টাও নেই যে,
শার্টের ও বোতাম লাগে না ভাই।
কি কান্ড ভাঙ্গলো আশার ভান্ড হয় রে হায়।
এত টাকার করে শ্রাদ্ধ করে,
এই পেলেন অবশেষে।
মাথায় দিয়ে গো হাত,
হাবু বাবু কাঁদছেন দিনরাত!