আচ্ছা আমাকে কি ভুল করে ভালোবাসা যায় না?যদিও আমার ভালোবাসা কোন সামাজিক স্বীকৃতি না পায় তাহলে কি আমাকে মনের কোন এক কোনে রাখা যায় না? আচ্ছা আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনা যায় না? মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে ভুলেও আমার কথা ভাবা কি যায় না? কোনদিনও আমাকে অজান্তেই;"তোমাকে খুব মিস করছি"এই কথাটা বলা যায় না? কখনো কিন কিন বৃষ্টিতে সাথে ছাতা না থাকলে আমার শাড়ির আঁচল টেনে তোমার মাথায় ধরা যায় না?কখনো কোন সময় যদি আমার খোলা চুল গুলো আমারই চোখে গালে এসে খেলা করে তখন তোমার ঐ হাতে চুলগুলো কে একটু বেঁধে দেওয়া যায় না? আচ্ছা;"তোমার সাথে কথা বলে ফোন রাখার পর তোমার কন্ঠেস্বর আমার কানে প্রতিধ্বনি হয়" মিথ্যে করেই বা এই কথাটা কি বলা যায় না? জানো যখন তোমাকে কোন রঙের শার্ট বা পাঞ্জাবি পড়তে দেখি তখন আমি সেই রঙেরই কোন কুর্তি বা শাড়ি কিনে আনি কিন্তু আফসোস আমি জানিনা যে তুমি কোন দিন কোন রঙের শার্ট বা পাঞ্জাবে পড়বে!
            তুমি বলেছিলে রোজ রাতে একটা সিগারেট আর এক গ্লাস বিয়ের না হলে তোমার ঘুম আসে না, কখনো কোন এক রাতে সিগারেট আর ওই এক গ্লাস বিয়ারের জায়গায় আমাকে নিয়ে কি নেশা করা যায় না? আমি জানি মেয়েদের মন নিয়ে খেলা করাটা তোমার একটা স্বভাব তোমার এই স্বভাবেরই, আমাকে অংশীদার বানানো যায় কি যায় না। আরো পাঁচটা মেয়েদের মত তুমি নাইবা আমার মনও ভাঙলে! তবুও আমি এই ভেবে খুশি হব যে আমিও তোমার প্রেমিকা ছিলাম!
তুমি আমাকেও ভালবেসেছ, আমাকে নিয়েও প্রেমের অনেক কবিতা অনেক গান লিখেছো।