কখনো এদিক কখনো ওদিকে
স্থির নয় কেন,
নিমিষে রং পরিবর্তন তোর
ঘড়ির কাঁটা যেনো।
মিষ্টি মধুর তোর স্পর্শে
মন প্রাণ জুরায়,
কখনো রুদ্র দৃশ্য দেখে
তরুণ মন ঘুরায় ।
কখন তোর শক্তিতে তীব্র বেগে
ছারখার করিস ঘর,
অনাহারে মানুষ কাঁদে বেড়ায়
আপনকে করিস পর ।
এত সাধের সংসার মানুষের
নিমিষে করিস শেষ,
তুই আবার না থাকলে
ধ্বংস হবে দেশ ।
প্রাণ বাঁচানো কাজ তোর
প্রাণ নিশ কেরে,
আধুনিক যন্ত্র সাধ্য নেই
রাখতে তোকে ধরে ।