খোকা আমার অনেক বড়
কোম্পানিতে করে বড় চাকরি,
খোকা আমার এতো ভালো
তোমাদের বলি আর কী।
রোজ বাজার থেকে আনে
খোকা অনেক রকম মাছ,
খাই আমি আরামে বসে
নেই কোন কিছুই কাজ।
বৌমা আমার সেজে গুজে
সেলফি গো অনেক তোলে,
ছোট্ট নাতনি সকাল সন্ধ্যা
থাকে দাদু ঠাকুম্মার কোলে।
গিন্নী আমার করে রান্না
খোকার বিদেশি রান্না ঘরে,
এই বয়সে নাকি কাজ
না করলে রোগ ধরে?
খাওয়ার বেলায় আমার সুগার
গিন্নির পেশার খোকা বলে,
খেয়ে রোগ বাঁধালে ডাক্তার
খরচা পেনশন থেকে চলে।
খোকা আমার অনেক ভালো
করে আমাদের অনেক চিন্তা,
পরের কাছে কোন দিনও
করিনা বাপু খোকার নিন্দা।
অনেক হলো কথা বাজার
করে বাড়ির দিকে হাঁটি,
বয়স কালে যাই ভুলে
রাখলাম যে কোথায় ছাতি।