জগত গুরু করুনা সিন্ধু
দিও তব আশিষ বিন্দু
জগত গুরু পালন কর্তা
তোমার তরে দিলাম বার্তা
জগত দুখ হারিনি তুমি
মহা পাপী অজ্ঞানি আমি
জ্বালাও মোর জ্ঞানের আলো
তোমার দ্বারে নিয়ে চলো
যেতে মন মোর অতি ব্যাকুল
দেবো তোমায় হৃদপিণ্ড ফুল
জন্মান্তরের ভুল করো ক্ষমা
তোমার তরে যৌবন করি জমা।