দিন যদি পার হয় প্রভু তোমার কোলে,
তবুও কি? যাবে আমায় ফেলে!
মনের মায়া জালে বেঁধে
রাখিবো  তোমারে,
দেখিবো কীভাবে ফেলে যাও
তখন আমারে,,
ফুলের মালা,সুগন্ধি ধূপ জ্বালিয়েছি
তোমার দ্বারে
রাত্রি থেকে ভোর হলো! আর অপেক্ষা
করিও না এমন করে ৷
দাসি তোমার এত বেদনা
আর সইতে না পারে!
একবার এসিয়া দেখো আমারও ঘরে,,
অভাগিনীর দিন পার
যে আর হয় না!
চুপ করে থাকো না প্রভু
কথা কিছু কওনা ৷
তুমি যদি দেখা দাও
আমায় একটিবার,
তোমার দর্শনের লাগিয়া করিবনা
আর হাহাকার ৷
মৃত্যু যদি দেয় আমায় সারা,
আমি বইবো তার সাথে
হয়ে নদীর ধারা ৷
থাকিবে মনে-মনে বেদনা
আর যন্ত্রণা!
তোমায় একটি বারও আমি
দেখিতে পেলামনা ৷
নানান রূপ ধারী তুমি,রূপ ধরে
এসো আমার কাছে ৷
তবুও আমি চিনে নেব
তোমার রূপের মাঝে ৷
এত ডাকি তোমায় তুমি নিষ্ঠুর
হইলে এত কেমন করে?
যায় না আমার ডাক
তোমার কানে ৷
বুঝবে যখন রেগে যাব আমি,
দড়িতে ঝুলে দেবো প্রাণ খানি ৷