আমিষ খেতে বড্ড বেশি
ভালোবাসি গো প্রভু,
আমিষ খেলে বিবেক নাকি
গ্রাস করে রাহু?
সাধু জনের কথা ইহা
আমার কথা না,
সাধু জন সদা সর্বদা
কই যে তা।
কোথা যাই কি করি
বুঝে নাহি পাই,
মাছ-মাংস ছেড়ে আমি
কোন দেশে পালাই।
মাছ-মাংসর সুগন্ধে আমার
জুড়াই মন প্রাণ,
মাছ-মাংসই পরানের পরান
মাছ-মাংসই জান।