কাঁঠালের শখ দেখ মাংসের মতো সা'জে
তুই যে নিরা-মিষ বলতে মরিস কি লা'জে
তুই নিরামিষ এটা হকলে দেশ জা'নে
পেঁয়াজের রসুনের সাথে মিশলে কে'নে
লাজ লজ্জা সকল কিছু বিসর্জন দিলে
নিজ নিজের বড়াই করলে কি হ'বে
সকলে যে তোর সামর্থ্য কথা জা'নে
সময় থাকতে বড়াই করা বন্ধ ক'রে
নিজ নিজের সম্মানের কথা টা ভে'বে
নিরা-মিষর মতোই থাক না মে'তে
নিজ কূলে থাকলে অনেক শান্তি ভ'বে
অহংকার মন্দ এ কথাটা বুঝবি ক'বে
সময় থাকতে বুঝলে সোইবে ত'বে
নোইলে কষ্ট ঘরে লোইবে না ব'টে
আমি এই কথাটা বইলা দিলুম ত'টে।