১/ তাহার প্রেমে
পাগল মোর মন
আগলে ধরে ।
২/ মনের মাঝে
রাখিতে চাই তারে
বন্দী কইরে ।
৩/ কত যে প্রেম
আছে হৃদ মাঝারে
তাহার তরে ।
৪/ বোঝাও গিয়ে
অনেক বাসে ভালো
মন যে তারে ।
৫/ একলা মন
থাকতে নাহি পারে
বেড়ায় খোঁজে ।
৬/ নয়ন মোর
দেখিতে চাই তারে
সবার মাঝে ।