সুরঞ্জনা'কে খুঁজে না পেয়ে
নীলাঞ্জনা'কে খুঁজে ফেরা এধার ওধার
অসহায় কবির কলম মাথা গোঁজে
কবিতার গোপন গুহায়
আংশিক বুঝে বালিকা
বাকীঁটা হয় নিরুপায়।।
শরীর ছেঁনে আশ মেটেনা
অধিক পাবার তরে
বালিকা তুমি ছল করো না
পদ্ম সরোবরে...
অনুগ্রহ করতে পারবে না যখন
নিগ্রহ-ই না হয় করো
আমি তো বিগ্রহ নই
একলা একা কাটে না যে আমার
এ মরা সময়....