আযান বা শঙ্খধ্বনি আর তোমার শৃঙ্গার শীৎকার
বিভীষণ সম আমাকে জাগায় ভীষণ
শরীর মননে বিষধর কাল কেউকে যেন এক।
মন্দির বলো বা মসজিদ
হে নারী তীর্থ করেছি তোমাকেই,
ভোরে কিম্বা সাঁঝবেলা অথবা মধ্যরাতে
তোমাতেই সেজদা দেই, তোমার জোয়াল লয়ে কাঁধে।।
নারীই স্বর্গ নারীই পুণ্যভূমি
কর্ষণ করে তাহাতে ধন্য আমি।।
মন্থন শেষে সফেন সমুদ্রে
পড়ে থাকে স্ফটিক নোনা জল।
ঈশ্বর জানেন, এ কি তৃপ্তি নাকি হাহাকার।।