তোমাকে দেখবো বলে
আকাশ পানে চেয়ে রাত্রি কাটে আমার।।

তোমাকে ছোঁবো বলে বৃষ্টি ধরি আমনমনে।।

তোমার হাসিরছটা যেন মুঠো ভরা  রোদ্দুর
আমাকে জাগায় ভীষন, যেন মৈথুনরত হংস....

আমি ভিতরের মানুষটাকে ঘুমিয়ে রাখি
দুহাতে আবেগ মুচড়ে সযতনে।।

যত্নে মোড়ানো কষ্টগুলো নষ্ট করে দেয়
ষড়রিপুর তান্ডব।।

আমি উবু হয়ে বসে থাকি
তোমার ভিতরের তুমিকে দেখবো  বলে

তোমার কুসুম কুসুম বুকের ঘ্রাণ নেব বলে
ফুসফুস ভরে ফেলি সিগারেটের ধোঁয়ায়

আজন্ম তৃষ্ণা আমার
অধর কোথায় তোমার

বালিকা, আমার আশ মেটে না।