বেশী কিছু চাই না বালিকা,
অমল হৃদয় শুধু, বুকের উষ্ণতা টুকু,
মুখের হাসি অমলিন আর কোমল অধরের আধখানা দিও যদি পারো;
নাভিমূল তোমার কস্তুরিসম
গন্তব্য পথে বিছিয়ে রেখ।
আর কিছু নয় যাত্রা পথে,
পথ ভুলো পথিক কবির নতজানু প্রার্থনা
অধিক চাওয়া পাপ,
অর্ধেক পাপী বাকীঁটা স্বর্গীয়,
পথের শেষপ্রান্তে তোমার উরুসন্ধির পদ্মপুকুর....
আরকিছু চাইনা বালিকা
অধিকার চাই, একান্তে আপন....