জোৎস্নায় ভিজি একা একা আকাশ পানে চেয়ে-
চাঁদনীতে এলোমেলো এই আমি,
সাঁঝ বেলায় ঝুম বৃষ্টি নামে বুকের গহীনে,
কষ্টের পাখিরা ডানা ঝাপটায় হাহাকারে,
দূরের বালিকাকে তুমি বলে ভুল করি
ভুল বানানে ভুল কবিতার মতো;
তোমার তুমিকে পাবার আশায় আমার আমি
আমাকে হারায়;
প্রেম যদি আসে আসুক, বাড়াও দু'হাত
খুলে সকল দ্বার,
উড়ে যাক বাঁধা, মিশে যাক শ্বাস-প্রশ্বাস;
প্রলয় ঘটুক, বাজুক তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা.....।