গোলাপ কলির মতো বালিকা
কবিতার মতো তরুণী
নদীর মতো নারী-র প্রেম
এক জীবনে এটুকুই তো চাওয়া ।।
......... ........... ..........
বালিকা অনাঘ্রাত গোলাপ কলি
কাঁটায় আবৃত রাখে নিজেকে,
কবিতার মতো তরুণী
অস্পৃশ্য রয়ে যায় কবির কাছে;
নদীর মতো নারী বহমান
হাতের মুঠোয় রয়না চিরকাল।
........... .......... .........
বোঝা না বোঝা, চেনা অচেনার দোলাচলে
গোলাপের নিষ্পেষণে নাজুক কবি হৃদয়
ছন্দহীন কবিতার মতো অবোধ্য
নদীর কূল ভেঙ্গে খানখান হয়।
........ .......... .........
ভরাট তরুণী কবিতায় মোহভঙ্গ কবির,
গোলাপ কলি জটিল বালিকা সম;
নদী রূপী নারী অধরাই রয়ে যায়।