যখনই চাই ভাল হয়ে যাবো
তখন শয়তানরা এসে দাঁড়ায় সামনে
তোমরা যাদের মানুষ বল ।
যখনই চাই সবকিছু ভেঙ্গে চুরমার করবো
তখন সৃষ্টির উপকরণ যোগায় শয়তান
আবার নিজের শ্রেষ্ঠত্ব ঘোষনা করে।  
তোমারা যাদের মানুষ বল ।
যখনই ভাবি চৌরাস্তার মোড়ে প্রকাশ্যে
লোহার শলাকা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবো
তখন আমার হাতে কাগজ কলম এঁটে দেয় মূর্খরা ।
শালা মূর্খের দল নিজের নাম লিখতে কলম ভাঙ্গে কাগজে ।
তোমরা যাদের মানুষ বল ।
যখনই চাই সমস্ত নথিপত্র প্রকাশ করে ভুলিয়ে দিতে
ওদের পিতা পিতামহের নাম
তখন ওদের গর্ভধারিণী ঘোষণা করে ওরা জারজ সন্তান ।
তোমরা যাদের মানুষ বল।
যখনই দেখি মানুষ আর কুকুরের সঙ্গমে ভূমিষ্ঠদের  
তখন তোমাদের মানুষ ভাবতে ঘৃণা হয় ।
যখনই দেখি তোমাদের আটপৌরে
স্যাঁতস্যাঁতে আবর্জনা দেহে লোকালয়ে
তখন আর শূকর দেখার প্রয়োজন হয়না।

যখন দেখি ধর্ষক ধর্ষিতার রক্তাক্ত লাশ ছোঁয়ে বিচার চায় ,
যখন দেখি বাদী বিচারক সেজে বিবাদীকে শাস্তি দেয় ,
যখন দেখি মসজিদ মন্দির প্যাগোডা গির্জা নামের
উপাসনালয়ে ঈশ্বরের নামে শয়তানের পূজা হয় ,
যখন দেখি মানুষের অধিকার আদায়ের নামে
হিংস্র পদ্ধতিতে অধিকার কেড়ে নেয়া হয় ,
যখন দেখি ঈশ্বর টাকার কাছে বিক্রি হয়ে
হইলোকে তাদের পক্ষে বিধান জারি করে ,
যখন দেখি ঈশ্বরের নামে প্রসাদ, অন্নপ্রসান, কুরবানি
কিংবা হাদিয়া গ্রহণ করে শয়তান ,
যখন দেখি স্বঘোষিত ধার্মিকরা শয়তানকে ঈশ্বর জ্ঞানে পূজা করে ,
যখন দেখি নিজের পাপের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে
নিজেকে পুণ্যবান ঘোষণা করে ,
যখন দেখি গয়া কাশি মক্কা মদিনার মতো তীর্থ স্থানে
অর্জিত অর্থ মানুষ হত্যার কাজে  ব্যবহার হয় ,
যখন দেখি ধর্মের সেবাদাসরা ধর্মের প্রসার কল্পে
সন্ত্রাস জঙ্গিবাদের বিস্তার ঘটায় ,
আবার নিজেরাই ধর্মের ঘাড়ে বন্দুক রেখে
সন্ত্রাস দমনের নামে নিজের প্রসাদ দৃঢ় করে ।
ধর্মের নামে পরিচালিত একপেশে যুদ্ধে
পরাজিত জঙ্গিরা মৃত্যুতে নিজেদের বিজয়ী দাবী করে
তখন নিজে আর ভালো হতে চাইনা ।
আমাকে হত্যা করা হতে পারে ।
হত্যার প্রস্তুতি যার যাপিত জীবন
নিত্য সঙ্গী হত্যাকে আশীর্বাদ ভাবনায় ভাবি
সত্যের চিত্ত সুখ আর মিথ্যার ক্ষণ সুখ এক নয় ।