ধূসর বর্ণ ধুয়ে সূর্য খুলে দেয় প্যারিসের আকাশ
মোহমুগ্ধ সূর্যসঙ্গী আমরা ।
এখানে এখন রাত্রির আঁধার নেই।
যেন বিশ্রামহীন সূর্য জেগে থাকে আলো বিলিয়ে ,
এখানে রাত্রির সূচনায় দেখা যায় ভোরের আভা।
যৌবন খোলা বৃক্ষ উদাম হাওয়ায় দোলে
মানব চিত্তে সুখ বিলিয়ে ,
পুস্পিত কানন যেন অলিগলি থেকে ‘এলিজি’।
তর্জন-গর্জনহীন ‘সেইন’ নদী চিরযৌবন বয়ে চলে উদ্দাম তরঙ্গে।
দিগন্ত পেরিয়ে মানুষ ক্লান্তি ঝরায় শিল্পশোভিত এই নগরে
আর আমরা ক্লান্তিতে সুখ খুঁজি কর্মমুখর যাপিত জীবনে।
শাদা-কালো সকল বর্ণ এক হয় মনোজ বর্ণে যখন আমরা মানুষ।
21.05.2017