সময়ের স্রোতে ভাসমান যাপিত জীবণ,
বোধের দুয়ারে অংকিত স্বর্গছায়া।
স্বর্গবৃক্ষ শাখা আরোহণ স্বপ্নে নরকের দ্বার খুলে
এখন স্বঘোষিত স্বর্গের পাহারাদার।
আত্মম্ভরিতায় অর্জিত ইহজাগতিক স্বর্গছায়া
যাদের আত্মতুষ্টি, তারা কি অনন্তস্বর্গে অবিশ্বাসী নয় ?
আবার আপন ধ্যানে স্বর্গের পাহারাদার সেজে
বোধের দুয়ারে খিল এঁটে
জাগতিক স্বর্গে অনন্ত নরক সাজায় ।