-মনুষ্য চেহারার জীবাণু

পতিতা খদ্দের খোঁজে রাস্তার মোড়ে দাঁড়িয়ে
সস্তা মেকাপে দাঁড়ায় খদ্দেরমন কাড়িয়ে ।
মনুষ্য চেহারার জীবাণু যারা
মনন আর বোধে উলঙ্গ তারা,
পতিতাবৃত্তির কৃতিত্ব দেখায় সুস্থতা তাড়িয়ে ।
              --------

-জন্মদোষে ঘুরায় দ্বারে

যথাস্থানে ‘কামে’র পানি রাখতে পারো যদি
জন্মদাতা তবেই হবে, জন্ম নিরবদী ।
ফেরিওয়ালা কাম সারে
জন্মদোষে ঘুরায় দ্বারে,
দজোভঙ্গ ‘কাম’সুখে যেন বুড়িগঙ্গা নদী।
                   ------

-উলঙ্গ নৃত্যমগ্ন শয়তান

উলঙ্গ নৃত্যমগ্ন শয়তান মানুষের বেশে।
ভাবে,মানুষ হয়ে গেছি মানুষের দেশে।
নষ্ট রক্তের শরীরের ভাঁজে
জীবাণু লুকিয়ে সুস্হ সাজে,
অসুস্থ চিত্তের স্বরুপ দেখায় অবশেষে ।
          ------

-উলঙ্গ সুখ

উলঙ্গ অঙ্গ খোঁজে নিত্য কীট পতঙ্গ।
আবৃত দেহ দেখে বুঝে কি অনুষঙ্গ?
পতিতাদের উলঙ্গ সুখে
তৃপ্তির নেশা তার চোখে,
ভাবে, পৃথিবীর অঙ্গ-প্রত্যঙ্গ উলঙ্গ ।
                 ----

-বন্যরা লোকালয়ে ভগ্নহ্রদে নগ্ন

শিয়াল কুকুর শুকর মিলে আহার খুঁজে নগ্ন
লোকালয়ের আবর্জনায় ভোজন বিলাস মগ্ন।
কাক শকুন অংশ পেলে
দেহ লুটায় ডানা মেলে ,
বন্যরা লোকালয়ে পালিত হলেও ভগ্নহ্রদে নগ্ন।
                     ----

-সুদকষা অংকে…

সুদকষা অংকে আছে যার বোধ
যোগ আর বিয়োগে অত্যন্ত সুবোধ।
গুণ আর ভাগে পাকাপোক্ত
না হলেও সে নয় অনুপযুক্ত ,
অবিষ্টাংশ রেখে অংক কষে নির্বোধ ।
                    ----

—আগুন ছুঁয়ে আগুন খুঁজি

আগুন ছুঁয়ে দুঃখ ভুলে এখন আগুন খুঁজি
জলজ স্নানে সংগোপনে, জলের দুঃখ বুঝি।
আকাশ খোলা শূণ্য যখন
উদাম হাওয়া হন্য তখন ,
তৃপ্তসুখে আগুন ছুঁয়ে ভষ্ম হতে আগুন খুঁজি।
                   ----