আকস্মিক তুষারপাতে ঢাকা পড়ে পাখির পালক, শুকনো পাতা, সবুজ তৃণলতা, খড়কুটো, অসংখ্য দম্ভোক্তি খচিত পদছাপ আরো কত কি! তারপর সবকিছু পদপৃষ্টে জলজ আবর্জনা হয়। অথচ আমাদের চোখে শুধু শুভ্র সৌন্দর্যের আস্ফালন।
.
আগ্নেয়গিরির উদগ্রীবন লাভা কতটা কষ্টে অন্তর দগ্ধতায় বেরিয়ে আসে, কুসুমাস্তীর্ণ সমতলের জটরে পাকা মৃত্তিকা তা জানে না।
.
ভূমিকম্পে বিলাসবহুল প্রাসাদ ঝরে পড়ার আগেই খড়কুটোর আশ্রয়ে দৌড়ে পালায় প্রাসাদপতি।
.
শাস্ত্র নাকি বলে- ‘বিনা কারণে গাছের পাতা নড়েনা’, অথচ আমরা শাস্ত্রের দোহাই দিয়ে কত সহজেই অশাস্ত্রীয় হই । তাছাড়া জোয়ার ভাটা, ঋতু পরিবর্তনসহ সকল বৈপরীত্যের চক্রাকার আবর্তন প্রকৃতির ভারসাম্যের রক্ষাকবচ । আমাদের প্রয়োজনে আমরা শাস্ত্র লঙ্ঘন করি অথচ প্রকৃতির বৈপরীত্যের চক্রাকার আবর্তন আমরা কতটা লঙ্ঘন করতে পারি ?
08.02.2018