নিভৃত ধ্যানে থাকি হাঁটি পথে ঘাটে দেখি উন্মাদনা ।
ছায়া আপন সীমানায় রাখি দ্বিপ্রহরের উত্তপ্ত সূর্য মাথায় নিয়ে ।
তবুও চারপাশে রচিত হয় গল্প মিথ্যা আর ধর্মান্ধের উপকরণে ।
সত্যে যাদের ভয় মিথ্যাতে অহংকার তারা কাপুরুষ ভণ্ড ।
আপন ছায়ায় দেহের নগ্নতা ঢাকতে সবক বিলি করে
সাজে সভ্যতার ফেরিওয়ালা । তবে কি আমিই অসভ্য ?
রাতের আঁধারের যারা কামুক, নিস্তব্ধতার প্রকৃতিসুখ সম্ভোগে তারা ব্যর্থ ।
তারা বহন করে সভ্যতার উচ্ছিষ্ট আর আত্মতৃপ্তি খুঁজে আত্মাপ্রচারণায় ।