বলুন দেখি নারী ছাড়া কেমনে বাঁচি ?
নারীসঙ্গই অনুসঙ্গ শিখায় আমায় ,
পুরুষ কিংবা অন্য কিছু হয়তো আমি ।
তবে নারীর কাছে পুরুষ আমি ভাবতে ভীষণ ভালই লাগে।

যবে আমার মুখ ফুটে কান্নারোলে প্রথম শব্দ ‘মা’ ডাকি ,
নারীই আমায় আগলেছিল ‘পুত্র’ বলে বুকের মাঝে।
‘আপু’ বলে বোনের কোলে মুখগুঁজে সোহাগমাখা
শিশুবেলা কাটিয়ে, এখন আবার নারীর কোলে...।
যদিও একজন পুরুষ আমায় পরিচয় করায়েছেন বিশ্বমাঝে,
‘বাবা’ বলি যাকে। ‘বাবা’ পুরুষ হলেও আদর স্নেহে
নারী-পুরুষ ভেদ ভুলে আমায় নিয়ে
স্বপ্নজগত বানিয়েছিলেন বুকের মাঝে।

এখন প্রাক নিদ্রাচাষে বুকের মাঝে সুখ তুলিতে স্বপ্ন আঁকে
একান্তে জড়িয়ে থাকে নারীদেহ।
একান্তে নারী যখন স্পর্শ করে হ্রষিত ক্ষণে
ভাবতে ভীষণ ভালই লাগে নারীর কাছে পুরুষ আমি।
বারমাসই পুরুষ আমি নারীর কাছে ,
মাংসপিণ্ডে রক্তস্রোতে দেহজুড়ে নারীদেহে
আদিম উম্মাদনা জাগায় যখন হাতের ছোঁয়া
নগ্নসুখে মগ্ননারী গভীর ধ্যানে ভাবে পুরুষ আমায়।  
২২।০৩।২০১৭