মাথায় তুলে নিলাম, তোমার মাথার ব্যথা
শান্তি সুখে ঘুমাও তুমি আমার মহান নেতা ।
পুঁজি ছাড়া ব্যবসা করে কামাই করো টাকা
ধরা পড়ার ভয়েই বুঝি, চোখ রাখো বাঁকা ?
বাঁকা চোখে সবই ফাঁকা চোখ রাখো সোজা
মাথায় তুলে নিলাম, তোমার মাথার বোঝা ।
তোমার ভয়ে থরথরে একই ঘাটে মাঠে হাটে
ব্যাঘ্র মহিষ জল পানে নাকি নৃত্য করে হাঁটে?
অথচ তুমি ভয় কাটাতে করছো কার পুজা?
মাথায় তুলে নিলাম , তোমার মাথার বোঝা ।
সত্য কথা বলতে তোমার এ্যতই কেন ভয় ?
সত্য গোপন করে পূণ্য করছোনা তো ক্ষয়!
মিথ্যা দিয়ে পূণ্য বিলাও নিচ্ছো কাদের পুজা
ভেবে দেখো পূণ্য কি তা, নাকি পাপের বোঝা ?
মাথায় তুলে নিলাম আমি তোমার সকল ব্যথা
শান্তি সুখে থাকো তুমি আমার মহান নেতা।