---হিম বাতাসে উত্তপ্ত রক্ত--
হিম বাতাসে উত্তপ্ত হয় প্রবাহিত রক্ত
পতঙ্গ প্রবাহে অঙ্গ-প্রত্যঙ্গ হয় অনুরক্ত।
খাপ খোলা মস্তিষ্ক কোষ
উদ্যত প্রত্যঙ্গ বেহুশ
বাতাস উত্তপ্ত করে তবেই হিম হয় রক্ত।
--শূকর মানব আবর্জনা খোঁজে--
বন্য শূকর আবর্জনায় আহার খোঁজে
পালিত শূকর ক্ষুধার জ্বালা কতই বোঝে?
দুইয়ের মাঝে কি আর প্রভেদ
আচার দুইয়ের নয় অভেদ।
শূকর মানব নিত্য কাজে আবর্জনা খোঁজে।