ইষ্টিশনের পরিত্যক্ত ট্রেনের বগিতে
একঝাঁক পাখি আবাস গড়ে।
ক্লান্ত ডানাগুলোতে বারমাস দিগন্তের গন্ধ বয়,
আকাশের নীলিমা ঝড় ঝঞ্জা
রৌদ্রের উত্তাপ আক্রান্ত পাখিরা।
তারা বসে আছে বসে থাকে জংধরা স্লিপারে,
পরিত্যক্ত বগির আশেপাশে।
বগির পাশে ফুটপাত স্যাঁতস্যাঁতে ময়লা আবর্জনা
ঘাস আগাছার পুষ্টি যোগায় ।
সন্ধ্যা নামতে না নামতেই জিভ দেখায়
সাপ ব্যাঙ আরো কতকিছু ।
স্বরূপ ব্যবচ্ছেদ করে পাখিগুলো
রাত্রির সুখে উন্মাদ হয় ইষ্টিশন থেকে ইষ্টিশনে।
কায়িক পরিশ্রমে সুখ কিনে নিশাচর।
আর পাখিরা আকাশের ঠিকানা ভুলে
বিবর্ণ সুখে বেঁচে থাকে ইষ্টিশন থেকে ইস্টশনে।
০২।০৬।২০১৭