একটি প্রসূতি প্রহর সম্ভোগ সঞ্চারিত উপনৃত্যে রাত্রির আঁধার ঢেকেছিল তুষার শুভ্রতা। প্যারিসে অকস্মাৎ তুষারপাত- উঁচুনীচু সকল রঙ ঢেকেছিল শুভ্র আলোয়ানে । রাত্রির তুষার আমরা মাথায় নিয়েছিলাম, আমার শিশুকন্যা ইয়াসনা খোলামাঠে দূর্বার চিত্তানন্দে মেতেছিল তুষার শুভ্রতায় ।
.
একদিন এই জীবন, স্রোতের বাঁক বদলে হয়তো উঠবে কোন উপকুলে মৃত্তিকার উৎসবে তখনো তুষারপাত হবে প্যারিসের 'পখত দু লা শাপেলে' । তখন আর পদছাপ আঁকবোনা । সদ্য অংকিত পদছাপ ইতিমধ্যে নির্বিঘ্নে জলে হারিয়ে গেছে । যেমন হারিয়ে গেছে চার বছর আগের তুষারপাতে আঁকা পদছাপ 'পিয়াখফি"তে। যেখানে ছিলাম সঞ্চিত একান্নবতী ।
.
প্রাগৈতিহাসিকতা আশ্রিত আজকের সভ্যতা আচ্ছন্ন জীবনে তুষার শুভ্রতা আশা জাগায়; আবার যখন জলে হারায় তখন স্মৃতি কাতর সুখ তাড়িত করে।