শিল্পীর তুলির নিখুঁত আঁচড়ে মোড়ানো এই নগর ।
এখানে সূর্যের লুকোচুরি প্রায়ই দেখি ।
আজ বৃষ্টি জলছাপ এঁকেছিল নগরজুড়ে ।
আমার শরীর বৃষ্টির জলছাপ বহন করছিল সকালে ।
আমি দেখছিলাম ‘আখজ দু থ্রিয়োম্প’ বেয়ে ঝরছিল জলধারা
যেন ফরাসি বিপ্লবী শহীদদের স্বর্গীয় ঝরনায় অবগাহন ।
আমার মুগ্ধতা আরো বাড়িয়েছিল দুটি পাখি ।
ফুটপাতে জমে থাকা জলে তারা মেতেছিল জলজসুখে ।
আমি পাতাল বেয়ে আসছিলাম যেভাবে একশ সতের বছর আগে
কেউ আসতে পারতো না , তখনো বৃষ্টি হলে
জলধারা ঝরতো ‘আখজ দু থ্রিয়োম্প’ বেয়ে ।
সকালের দৃশ্য এখন প্রায় অদৃশ্য ।
আমাকে দেখলে কেউ বুঝবে না; আমি দেখছিলাম
স্বর্গীয় ঝরনা স্নাত বিপ্লবী শহীদদের শরীর।
২৪.০৮.২০১৭