মনে করো, আমি কোন কালেই ছিলাম না ;
তোমার গভীর নিদ্রায় এক দুঃস্বপ্ন ছাড়া ।
আমার হারিয়ে যাওয়ার অনন্ত গহ্বরেকে পুনরুত্থান স্থল
আর স্মৃতির প্রতারণাকে আশীর্বাদ ভাবো ।
প্রতিদিনকার সংবাদ কিংবা দুঃসংবাদের হৈ হুল্লোড়,
ধুলোমলিন রৌদ্রজ্জ্বল ছায়া সায়াহ্নে হারিয়ে যায়।
নিদ্রা মগ্নতায় ছায়া সাদৃশ্য অবয়বের উপস্থিতি
আকাশ কুসুম কল্পনাতুল্য । এবার নিদ্রাহত স্বপ্ন
ঝেড়ে ফেলে একান্ত লালিত স্বপ্নে সাজাও
পরাবাস্তব কাহিনী সাদৃশ্য পৃথিবী ।