গ্রীষ্মের বাতাসে শব্দরা উড়ে
শীতের পাখির পালকে
অথচ মেঘের তর্জনীতে ঝরে বৃষ্টি
ঝড় ঝঞ্জা কাঁধে নীড় হারা পাখিরা।
সুবচন কাব্য গাঁথা ছন্দে
নারীর দেহে জাগে সমুদ্রের ঢেউ ।
শুশ্রুষা সর্বদা রোগ মুক্তি হলে
ডানা ভাঙ্গা পাখি আপ্লুত হয়
কীর্তন কামনায় সদাচারি নারী
দেহে অনুসঙ্গ সাজায় ।